Wednesday, August 21, 2019

শেষ কথা

 শেষ কথা

এম এ মাসুদ রানা 

তোমার শেষ চিঠিতে
ভালো আছিস, ভালো থাকিস
তোমার নমুনা প্রণয় বিনয়
সত্যি কি দারুণ অভিনয় করেছো? 

তুমি পারো বটে,
ছাড়িয়ে গেছিস অনেক আগেই
সত্য-মিথ্যা, অদল-বদল, যখন-তখন।
তুমি কার, কে তোমার?
জানো কি তুই নিজে?
অবাক হই তোমাকে দেখে দেখে
বিনাশ হই আমি ভেতরে ভেতরে।

থাক!
তুমি থাকো তোমার মাঝে,
আমি নেই আর তোমার কাছে
সাজতে চাইনা আর কোন নতুন সাজে।

তুমি সুখী হও দূর দেশে 
ডের বেশি সুখে।
আমি বেদনায় কাতুর রবো দূরে 
কখনো আসবো না তোমার নড়ে।