Sunday, October 7, 2018

আমরা স্বাধীন

                               আমরা স্বাধীন 
  এম এ মাসুদ রানা 

কোন দেশে আছি মোরা,
হায় পেলাম কোন দেশ!
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতার পাইনি লেশ।
ডিসেম্বর মাস আসলে পরে
বিজয় দিবসের চলে ঢেউ,
স্বাধীন দেশে বাস করেও
স্বাধীনতা পায়নি কেউ।