Friday, October 19, 2018

লিপি


--------লিপি---------
_______মাসুদ রানা________
দাও ফিরিয়ে সেই লিপিকে, 
লাও তোমার ঈর্ষা 
লাও যত লৌহ লোষ্ট্র ও প্রস্তয়,
মোর লিপিকে নিয়ে আর হেলা করো না
হে বন্ধু সে তো তোমাকে যাচে না,
যাচে না তোমার কোন কিছুই, 
তবুও........................
কেন তুমি মোর লিপিকে নিয়ে করো খেলা
বার বার নয় শত বার বলি লিপি শুধুই আমার।