Thursday, February 7, 2019

মায়ের ভাষা

০০০০০  মায়ের ভাষা  ০০০০০
    মোঃ জুলফিকার আলী জিল্লুর

      মায়ের ভাষা তোমায় পেতে
           রক্তে গোসল করি
       তোমার জন্য রাজপথে ঐ
            জীবন বাজী ধরি।

          বর্ণ মালা তুমি তো গো
            আমার মায়ের ভাষা
       তোমায় নিয়ে জড়িয়ে আছে
               স্বপ্ন ভরা আশা।

          ভিনদেশীরাই মেতে ছিল
               স্বপ্ন চুরির নেশায়
         সালাম রফিক জীবন দিল
              প্রিয় বাংলা ভাষায়।

          মুখের ভাষা নেবে কেরে
             এমন বাজি ধরে
          পশ্চিমাদের ঘৃণার নেশায়
             জীবন দিল ছেড়ে।

      হারাতে  এসে হেরে গেল সেই
             শোষক চোষক দল
        মায়ের ভাষা পেতে কি কেউ
               হতে চাই দুর্বল।

      শুকনো রুধির ঘ্রাণ নিতে ঐ
            ছুটছি শহীদ মিনার
   জব্বার বরকত আজো হাসে সেই
           মুক্ত সুখে বাংলার।

         বিশ্ব মাঝে সকাল সাঁঝে
           হচ্ছে প্রভাত ফেরী
     সালাম রফিক মরেনি আজো
             তাদের গান ধরি।

একটি গোলাপ ফুল

একটি গোলাপ ফুল
 এম এ মাসুদ রানা
__________________
__________________
সাহারাতে ফুটে ছিল,
একটি গোলাপ ফুল ।
সেই ফুলেরই সুবাস নিলেন
সারা জাহানে ছড়িয়ে দিলেন
আমার মোহাম্মদ রাসুল ।

যে পেয়েছে সে ফুলের ঘ্রান
সে হয়েছে খাঁটি মুসিলমান
খোদার প্রাণেরই বুল বুল ।

সেই ফুলেরই ঘ্রাণ যে ঘুরে
আমার প্রাণে এসেছে উড়ে
সদা আমি যে হই আকুল ।

সেই ফুলেরই সৌরভ নিয়ে
মোর দেহ মনে ছড়িয়ে দিয়ে
আমি হব বেহেস্তেরই গুল ।

অনন্ত প্রেম

 
 
       অনন্ত প্রেম
 এম এ মাসুদ রানা

    সুখ পাও যদি তুমি 
      দু"হাত পেতে নাও!
হৃদয় গহীনের ভালবাসার
      সুরভী ছুয়ে দাও।

    মনে যদি টানে তোর 
    ছুটে যায় বারে বার
   বুঝে নিও সেই খানে
   কিছু কিছু আছে আবার।

দাঁড়িয়ে আছে, অনন্ত প্রেম
 তুলে নিতে দোষ কি তাতে,
         মনে ছুয়ে যায়। 

      তোমার চাঁদের আবীরে
    যদি গভীর রাতে এসে
দ্বীপ শিখা জ্বলায় তোর মনে।

      কাছে টেনে নিও তুমি
দেখবে  কতো ঝরা পাতার স্বপ্ন
          যদি হয় ক্ষনিকে,
 অনন্তকাল থাকবে তোর মনে।