Wednesday, December 19, 2018

আমাদের স্বাধীনতা

আমাদের স্বাধীনতা 
এম এ মাসুদ রানা 

লাশ ঝুলে কাঁটাতারে
ঝুলছে আরও তড়িৎ তারে, 
মরা বাদুড়, ঝুলছে ঝুলুক
লাজ-শরমের যাই মরে। 
গর্ব করে বলবি মোরাস্বাধীনতার 
তরে জীবন দিয়েছি মোরা।

বুকের পরে চলছে গুলি
হচ্ছে খালি মায়ের কোল
উড়ছে খুলি এই বাংলার
মগেরমুলুক, চলুক বল।
লাজ-শরমের কী আছে যায়!
বুক ফুলিয়ে বল তোরা
মোদের দেশ স্বাধীন দেশ
ইতিহাসে আছে ভরা।