Saturday, June 27, 2020

হায়রে অতীত নিদারুণ বর্তমান

 হায়রে অতীত নিদারুণ বর্তমান   
           এম এ মাসুদ রানা

কিনে ছিলাম কতশত লাল গোলাপ
প্রিয়ার সাথে করে ছিলাম আলাপ।
কখনো দাঁড়িয়ে ছিলাম না একা একা 
করে ছিলাম কারণে অকারণে দেখা। 

আমি চাই, 
আজ ভালোবাসা পূর্ণতা পাক
বিষন্নতার দিন কেটে যাক।
বিরহ বেদনা দূরে থাক
মনোমালিন্য সবাই দূরে রাখ।

তবুও কেন আসোনি কাছাকাছি 
সবে কিছু ছিল কি তোমার মিছামিছি? 
আমাকে করছো এখন বাছাবাছি 
আগে মতো করো না তো নাচানাচি। 

অথচ এই স্বপ্ন পূরণের আশা
আমি করিনি তোমায় বাছাই। 
আমি শহরে সবার চেনা
তোমার ছিল না জানা,
তাই করেছো পবিত্র ভালোবাসা ফানা ফানা।