Tuesday, October 12, 2021

নারীর অধিকার

 ___________নারীর অধিকার_____________

                 এম এ মাসুদ রানা 


সমাজে নরীর প্রতি ছিলো অনেক অন্যায় ও অত্যাচার

মান ও ন্যায়্য অধিকারে হতো না তাঁদের সঠিক বিচার।

নারী অধিকার প্রতিষ্ঠায় নবী(সাঃ) দিয়েছে ফরমান,

কেও জীবন্ত কবর দিও না, হলেও সে কন্যা সন্তান।

নবী বলেছেন নারীর মার্যাদা দেয় যে, সেই হলো উত্তম,

দাম্পত্য জীবন সুখী হবে ঘরে আসে যদি কন্যা প্রথম।

পরিবারে কন্যাকে প্রধান্য দেয় যে, যেই কন্যার বাপ,

জান্নাত নসীর হবে, পরবে না তাঁর উপর দোযখের তাপ।

পৃথিবীতে রয়েছে যাঁর একাধিক সুকন্যা সন্তান,

মান-মার্যাদার সাথে সৎপাত্রে করল কন্যা সম্প্রদান ;

নবীর সাথে জান্নাতে থাকবে চিন্তার লেশ কোন নাই,

জান্নাত পাবে বলেছে সে, রাসূল হাদীসের মধ্যে পাই।

নাহি করো কেহ দুনিয়াতে কন্যা সন্তানের প্রতি অবিচার

নারী ও পুরুষের এই সমাজে নেই কোন পার্থক্য আর।