Wednesday, April 7, 2021

তুমি কি ভালোবাসো আমায়

 তুমি কি ভালোবাসো আমায়

------ এম এ মাসুদ রানা ------


কখনো আসো আমার আকাশে

মেঘবতি কপল নিয়ে ভাসো,

উড়ে এসে জুড়ে বাসো ক্ষণিকের

স্বপ্নমালা নিয়ে শুধু আসো।


আকাশের বুকে সাদা মেঘ হও

সাদা মেঘ এক রাশি পলকে,

তার কাছে যাবো তোমাকে 

পাবার তাড়নায় এক ঝলকে। 


একটু ভয়ে ভয়ে বলবো বলবো

সত্যি ভালোবাসি তোমায়।

তোমার কাছে যাচিবো আমিও

তুমি কি ভালোবাসো আমায়?


রচনাকালঃ ০৮/০৪/২০১৮