Saturday, March 9, 2019

ললনা তোমাকে বলছি

ললনা তোমাকে বলছি
__ এম এ মাসুদ রানা

ললনা করো না প্রতারনা
বাড়িয়ে দিতে এসো না হাত;
তবে বদলে দেবো পৃথিবী,
বদলে দেবো তোমায়।

ভেঙে গুড়িয়ে দেবো জগৎ সংসার!
আগুন জ্বালিয়ে দেবো ধরনীর তলে,
আমার হৃদয়ের সাথে করো মিথ্যে প্রতারনা।
ভেবোনা এই আমার সতর্কবার্তা
এই আমার জ্যেষ্ঠ স্লোগান।

নিতান্ত নিবেদন,
একান্ত অনুরোধ তোমারি তরে।
ভালোবাসার আহ্বান হোক
ফাল্গুনের পলাশের ফুলে ফুলে;
হোক শ্রাবণও বৃষ্টি ধারায়
ভালোবাসা দুটি প্রাণের স্পন্দনে,
বিশ্বাসের অটুট বন্ধনে,
নিঃস্বার্থ হৃদয়ের অনুভূতিতে,
ফোটাও সুবাসিত সদ্য গোলাপ।

অব্যক্ত কথা

অব্যক্ত কথা
এম এ মাসুদ
রানা


তুমি সুখী হলে,
এই আমি দূরে রবো
ভেবোনা না মিছে বিরহে
 চিরদিন দু:খ পাব,
তোমার স্মৃতি ভেবে ভেবে।
হৃদয় কত না রঙয়ের স্বপ্ন দেখে যায়।
বলো তার সব কি সত্যি হয়?
দু’চোখে যদি নামে অকারনে শ্রাবণ
ভেবে নেবে সব কিছু ভাগ্যের লিখন।
স্মৃতি যদি হয়ে যায় বেদনা,
পিছু ফিরে  আর দেখব না।