wwwfultolabd.blogspot.com
সম্মান
এম এ মাসুদ রানা
ভালবাসার মানুষ সে,
যে তোমাকে বুঝবে
হারিয়ে গেলে খুঁজবে
পাশে না থাকলে কাঁদবে
তোমার সুখে হাসবে।
আর নিজের জীবন দিয়ে,
ভালোবাসার সম্মান রাখবে
ছায়ার মতো পাশে থাকবে
ভুল ত্রুটি ছোট করে দেখবে।
রচনাকালঃ ০৩/০৮/২০১৮