Friday, September 18, 2020

উল্টো পাল্টা

উল্টা পাল্টা 

এম এ মাসুদ রানা


উল্টে গেছে শব্দমালা
পাল্টে নিও অর্থমালা।
ভালো বললে মন্দ বুঝো
শান্তি বললে অশান্তি।


ঘৃণা করার পরিবর্তে কি?
ভালবাসার অর্থ বুঝায় না।
দুরে যাওয়ার বিপরীতে
কাছে আসার পথ খুঁজো না।


তুমি আমায় রাখোনি মনে,
আমি তোমায় রাখেছি দমে।
আমার কথা যদি আসে কোন ক্ষণে
বুকের ক্ষত চিহ্ন পরবে তোমার মনে।


অনেক ভাল আছি আমি
না হয় তুমি মানিয়ে নিও।
তুমি আমায় ভুলে গেলে
জানিয়ে দিয়ো পত্র দিয়ে।

প্রতিশোধ

             প্রতিশোধ 
       এম এ মাসুদ রানা

তুমি আমার ক্ষত স্থানে গাচুলি দিয়ে যাও
এটাতে তুমি অনেক সুখ পাও।
ভেবেছো এই স্বভাবে পাবে না জবাব
এতে তো হয় আমার অনেক আজাব
তখনি মনে আনন্দে বলো শাবাশ শাবাশ।

নীল গগনে সূর্যটাও তো থাকে ফাঁকা
কেউ করতে পারে না তার সাথে দেখা।
দেখতে চাইলেও হবে এটা শুধুই বৃথা
যেমন সবাই জানে নিম ফল তিতা।

তুমি আমায় নিয়ে যাও অজানা কোন আকাশে
ফিরিয়ে দাও ফিরে আসার ঠিকানা দাও না শেষে,
আমি পথহারা হয়ে, নিরাশ হয় না অবশেষে,
ফিরে আসতে চেষ্টা করি অজানা পথ দেখে দেখে
তখনি আনন্দে আত্মহারা হয়ে উঠো নেচে নেচে।

তুমি আমায় ক্ষত স্থান বিক্ষত করে যাবে,
তোমায় আমি ছেড়ে দিবো সহজে কিভাবে,
আমিও প্রতিশোধ নিবো কোন এক সময়ে,
ভেবো না নিরব আছি, শুধু তোমার ভয়ে।
আমিও নিবো প্রতিশোধ চরম প্রতিশোধ
আমার থাকবে না তখন কোন হিতাহিত বোধ
শত চেষ্টা করেও করতে পারবে না প্রতিরোধ।

অভিসারিণী

____ অভিসারিণী
   এম এ মাসুদ রানা

তোমার অন্তঃসত্ত্বায় অন্তঃপুরে
যখনি ডাকিলাম মা
তখনি বললে ভুবনে আসবে তুমি
তা হবে না, তা হবে না।

ছুটেছিলে বিদিশায় দুষ্ট নেশায়
মিছে কিছু পাবার আশায়
চলেছিলে আপন মনে অজানা বনে
মাতাল ছিল যৌবন তৃষ্ণায়।

ক্ষণি ক্ষণের আবেগে তোমার
কয়েক মিনিটের সুখ!
তুমি কেন মা দেখতে দিলা না
আমায় ধরনীর মুখ?

এমনি করে তো আসিনি
তোমার গর্ভে আমি!
পৃথিবীতে নাকি সন্তান হয়
জীবনের থেকে দামি?

সুখের তরে কেন তুমি
আমায় গর্ভে নিলে?
সুখের শেষে আমায় কেন
কেটে ফেলে দিলে?

রোজ হাসরে আসবে তুমি
ঠিকই আমার কাছে!
কি বলবে খোদার কাছে
রেখেছো তো বেছে?

আমায় তো মরেছো তুমি
বাঁচিয়ছো আমার মান!
নয়তো সবাই বলতো আমায়
অবৈধ নাজায়েজ সন্তান!

নিষিদ্ধ সুখ পেতে তুমি
আমায় গর্ভে নিলে!
কলঙ্ক থেকে বাঁচতে তুমি
ডাস্টবিনে ছুড়ে দিলে।

তোমার মাতো করনি ওগো'মা
তোমার সাথে অবিচার এমন?
তুমি তাঁর কাছে অমূল্য রতন
সয়ে ছিলো যন্ত্রণা কেমন?

তেমার সাথে করতো যদি
তোমার মাও এমন!
বুঝতে ওগো'মা  তুমি সেদিন
মৃত্যু যন্ত্রণা কেমন!