অন্ধ আইন
এম এ মাসুদ রানা
অন্ধ আইনের, বদ্ধ কথা
বলবো কি যে, আর?
আঠারো বছর হয়নি ছলে,
মেয়ের বিয়ে বন্দ বলে।
স্বর্গ সুখ খোজার জন্য
মজনু জন্য ছোটে তার
খুঁজে খুঁজে দিশেহারা,
চলে না কেউ মজনু ছাড়া
যতই থাকুক কড়া পাহাড়ায়।
একুশ বছর হয়নি বলে
ছেলের বিয়ে বন্দ,
লিভটুগেদার আছে বলে
করে নাতো কেউ গালমন্দ।
কথায় কথায় বলে শুধু
গান, গল্প, আর ছন্দ।
সৎ পথে যে করে গমন
তার চলার পথ হবেই তো বন্ধ,
চোখ থাকিতে তাকে বলি অন্ধ।
অসৎ কাজ রুখার মতো
বায়না করে শত শত।
অসৎ কাজের বেলায়
আইন চলে কথায় কথায়।
হবে না কোন বাদ বিচার
আইন হয়ে যায় অন্ধ
বিবেকের কথা বন্দ।