Wednesday, January 23, 2019

প্রবাসীর কথা

____ প্রবাসীর কথা
__ এম এ মাসুদ রানা

তোমরা তো দেশে থাকো
তোমরাই হলে আসল সুখী।
আমরা প্রবাসে যারা
আমরা প্রবাসে থাকি
আমাদের নাই দিবানিশি!

তোমরা তো চাকুরী করো
হয়তোবা কেউ না কেউ !
বাড়ি ফিরে মাকে  বল
মা ভাত দিছো কই।

আমাদের নাই  বাড়ি
সবাই মিলেই একটি ঘর!
এইটা কার ঐটা কার
চেচাঁমেচি দিবানিশি  ভর!

তোমারা যাও লাইব্রেরিতে
করো অভিধান পাঠ!
আমাদের তো কিছু নেই
আছে শুধুই মায়ের দেওয়া
ছেঁড়া খেতা বালিশের থাক।

শেষ ইচ্ছা

_________ শেষ ইচ্ছা ___________
______ এম এ মাসুদ রানা ________

আমি হাসবো যতো আসুক বিরহব্যাথা
আমি কাঁদবো না কখনো,
আসুক যত জীবনে আধার।
বেদনা চেপে  রাখবো বুকের গভীরে
তোমার কোলে মাথা রেখে ভুলে যাবো বলে,
কয়েক ঘন্টা ঘুমাবো ক্লান্তি হবে অবসাদ।

এই প্রেম যে আমার অনন্তের অসীম
আমরণ চিত্তে রবে প্রজ্বলিত শিখা,
তোমার ভালোবাসা অর্জনের আশায়
কতো যে, হা-হা-কার মনে দোলা দেয় বারে বারে।

আর কতো জ্বলন্ত শিখাকে জ্বালাবে ,
আর ফিরিয়ে দিওনা তৃষ্ণাতূর হৃদয়কে।
তোমার কোলে দুঃখ ভুলি বলে
এই নিয়ে করেছো কত্তনা খেলা,
আর খেলা নই শেষ ঘুমাতে দাও
ঘুমাতে দাও শুধু একবার।