Saturday, August 11, 2018

কবরের ডাক

কবরের ডাক
মাসুদ রানা

প্রতিদিন ডাকি তোমায়
নেই কোন চেনা,
সময় থাকিতে কর সাধন
পরকালেরর দেনা।

ডাকার মত ডাকব একদিন
আমি অন্ধকার কবর,
আসতে হবে আমার কোলে
রাখো না কেন খবর?

সাপ বিচ্ছু আজাব গজব তুমি
থাকবে একেলা,
তোমার যে দিন ডাক পারিবে
পরবে কান্নার মেলা।

ছেলে মেয়ে কাঁদবে  সবাই
কেউ হবে না সাথী।
আমি কবর নির্জন গৃহ জ্বলবে
কোন না বাতি।

তোমার সম্বল ঈমানের বল
হিসাব কর পথে,
শান্তি পেতে তুমি যদি চাও
নেকী রাখিও সাথে।

রচনাকাল ১২/০৮/২০১৬

প্রতিবাদ

_______ প্রতিবাদ _______
★★ মোঃ মাসুদ রানা ★★
.
অসৎ জনের সাধ্য নেই
সৎ জনেরে রোধ করে
প্রহার ও প্রহসনে।

যেভাবে করেছে কত জনে
এসে  তুমি, দাঁড়ালে যখন
শরীরের বস্ত্র ছেড়ে আগুন জ্বলে
লোম শিউরে উঠে গায়ে।

নিরবে দাড়িয়ে থাকে
হরদম দাড়িয়ে থাকবে,
সৎ জন তো ঘাতে প্রতিঘাত করে না
ধৈর্য্য ধরে সহ্য করে, অসতের ঘাত।

সেই সুযোগে এমন কিছু করে ফেলে
ধৈর্য্যশীলরে এমন করে আঘাত করে,
ধৈর্য্য ফেলে হারিয়ে মাথা তোলে সামনে
তখনি শুরু হয় প্রতিবাদ, প্রতিবাদ।