Friday, February 26, 2021

বিচিত্র মন

 বিচিত্র মন 

এম এ মাসুদ রানা 


অন্তরে আছে যার কালো

মিঠা কথা শুধুই মুখে

প্রয়োজনে বুকে টেনে রাখো

স্বার্থের মহাসুখে। 


কিছুলোক আছে ধরাতে এমন

যেন সবার প্রিয়জন

প্রয়োজনে টিসুর মত করে 

ব্যবহার হলে প্রয়োজন।


সরলতা দেখলেই মনে করোনা

সে হলো বোকা

চালাকি মানে এমনটাতো নয়তো 

দিতে যাবে ধোকা।


হক্ব কথা বলা সৎ পথে চলা

মনুষ্যত্বের এক নীতি

স্বার্থের তরে ব্যবহার করে

হবেনা তার কোন প্রীতি।

দ্বীনদার নারী

 দ্বীনদার নারী

এম এ মাসুদ রানা 


তোমার অর্ধাঙ্গিনী হয় যদি

দ্বীনদার নারী 

শান্তির আলোয় ভরে যাবে

ঘর ও বাড়ি।


ভুল করেও খোঁজো নাকো

তুমি শুধু রূপ,

কিছুটা সময় কেটে গেলেই

রূপ হবে চুপ।


তুমি পারবেনা খেতে খাবার

সাথে না থাকে যদি নুন,

সংসার সুখী হবে না কখনো 

ছাড়া সাংসারিক গুণ।


তুমি তাকওয়ার গুণ যদি 

নারীর মাঝে পাও,

তুমি বিয়ের তরে চটপট 

রাজি হয়ে যাও।

নামাজ

 নামাজ

এম এ মাসুদ রানা 


নামাজ ছাড়া পাবেনা কেউ

দেখতে মুক্তির পথ

যতো টানো এই বেনামাজি

তুমি জীবনের রথ।


মিছে করো তারা সব শ্রম

টাকা আর ঘাম

আর যত সব আছে আমলের

নেই কোনো দাম।


মনে করো যদি আখিরাত

মানো যদি পরকাল,

নামাজ নিয়েই হবে কবরে

তোমার প্রথম সওয়াল।


পড়লে নামাজ সহজ হবে

বাকি সব জওয়াব, 

গুনাহ করে যদি রবের কাছে 

কাঁদো সিজদায়।

হৃদয়ের আঁচ

 হৃদয়ের আঁচ

এম এ মাসুদ রানা 


ভালোবাসা হয় না শেষ 

বেচে থাকে চিরদিন

তাই প্রেমের সাগরে করি

নিজে নিজেকে বিলীন।


প্রেম তরে কাঙাল হয়ে আছে মন

ভালোবাসার লোভে,

প্রেম হৃদয়ের কূপ দেখা পেলে

দ্বিধাহীন ডুবে আর ডুবে।


প্রেম নাকি হয় খোদার দান

তবুও হারায় কেহ জান,

নিরাশার সব ক্ষত বিক্ষত হৃদয়ে 

অপেক্ষায় থাকে প্রাণ। 


যেই প্রেমে থাকে শ্রদ্ধা ভক্তি 

মিনতিতে ধরি তাঁর পায়ে,

তার হৃদয়ের পবিত্র প্রেমটুকু 

মাখবো এই সারা গায়ে।

ক্ষণিকের জ্যোতি

 ক্ষণিকের জ্যোতি

এম এ মাসুদ রানা 


আমার ভাবনায় যা আসে 

তাই লিখে রাখি,

এর মর্মের মর্মে বুঝেশুনে 

করি মাখামাখি।


জানি সবই কোনোটাই

হবে না অমর,

ভাবধারার ভাষা মিলিয়ে 

খুঁজি নিজ ঘর।


অরূপার রূপ নিয়ে চিন্তায়

হয় রাত জাগা,

ক্ষণে ক্ষণে লিখে রাখি এই

সব ভালো লাগা।


সেই ভালো হয়ে জ্বলে যদি 

জাগরণের বাতি,

পলকে পলকে শেষ না হয়  

ক্ষণিকের জ্যোতি।