#####নামাজ#####
মাগো আমি পড়বো নামাজ
উঠবো সকাল বেলা,
করবো না আর মোয়াজ্জিনের
অ্যান অবহেলা।
শীতের দাপটে যতই থাকুক
নেই পরওয়া আর,
অ্যান শুনে শয্যা ছেড়ে
হবে ঘরেরকথা বার।
মাগো আমি পড়বো নামাজ
উঠবো সকাল বেলা,
করবো না আর মোয়াজ্জিনের
অ্যান অবহেলা।
শীতের দাপটে যতই থাকুক
নেই পরওয়া আর,
অ্যান শুনে শয্যা ছেড়ে
হবে ঘরেরকথা বার।