Monday, July 23, 2018

প্রিয়োসী

 ____ প্রিয়োসী___
এম এ মাসুদ রানা

কেমন আছো প্রিয়সী
নিশ্চয়ই ভালো আছো?
বহুদিন তোমার কোন
খবরা খবর নেয়া হয়নি।

আগ্লাপায়ে স্নিগ্ধ ঘাসে
বকুল কুড়াই না আর,
অবহেলায়  বকুল মালা
শুকিয়ে গেছে বহুদিন।

অবেগী মনের বোঝাটা
 বড় বেশি  ভারী,
এক পসলা নোনাজল
পান করতে তেষ্টায় ব্যর্থ।

সময়ে অসময়ে দুষ্টু বুলবুলি
তোমার নাম ধরে ডাকে,
বুকের গহীনপ  তখনি
কেমন করে উঠে ।

বড় জানতে ইচ্ছা হয়
ভালো আছো কি না তুমি?
সত্যি ভালো আছোতো
তোমার মনের মত করে ?