Saturday, September 22, 2018

আবেগী মন

------- আবেগী মন
এম মাসুদ রানা


কাল সারাটা ক্ষন,
 আমি মিশে ছিলাম তোমার বুকের পাঁজরে।
স্পষ্ট শুনতে পেয়েছি তোমার
 প্রতিটি হৃদয় স্পন্দন।
তুমি অনুভব করতে পারনি
আমি দেখেছি তোমার চোখ,
সেই চোখে ব্যকুলতা দেখেছি,
কিন্তু তা আমার জন্য নয়।

কাল আমি মিশে ছিলাম
 তোমার প্রতিটি শিরায় উপশিরায়,
স্পষ্ট শুনেছি রক্ত চলাচলের শব্দ
কিন্তু তুমি শুনতে পাওনি।
 আমার বুকের একান্ত চাপা কান্না
 যার স্রষ্টা তুমি,
আমি সারাক্ষন খুঁজেছি তোমায়
 যে তোমাতে আমি হারিয়ে ছিলাম আমার আমাকে...
আমি খুঁজে পায়নি
 কারন তুমি ছিলে অন্য কোন ভূবনে।