Wednesday, May 26, 2021

আসছে

 আসছে 

এম এ মাসুদ রানা 


আসছে আসছে কাছে পবিত্র 

এই রমজান মাস

রাখবো রোজা, পড়বো নামাজ 

ইমান করবো চাষ।


এই মাসে মুখে আসুক সবার 

পবিত্র কালামে সুর

এই মাসে দান দক্ষিনা করো

সবাই অপার অতুল।


এই মাস হলো রহমতের মাস

তার সুধা অফুরান

এই মাসে নেমে আসে ফেরেস্তা 

নিয়ে বরকতি বান।


সিয়াম-কিয়ামে ফেলে টান 

টান দিওনা কেউ পিছু

যত পারো সবাই আমল করো

মাথাটা করো নিচু।


রচনাকালঃ ১০/০৪/২০২১