কুরবানির পশুর কথা
মোঃ মাসুদ রানা
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ম্যা ম্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চিল্লাচিল্লি ক্যা?
মনের দুঃখে গরু বলে
কি আর বলবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জন্য জবাই!
কেঁদে কেঁদে ছাগল বলে
আমারও কেশ তাই ,
তুমি কি ভাই পারবে না
বাঁচাতো আমায় !
কথা শুনে মুচকি হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুণীর মতন।
শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই ,
আমরাতো এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে নাই কোন ডর !
মোঃ মাসুদ রানা
গরু ডাকে হাম্বা হাম্বা
ছাগল ডাকে ম্যা ম্যা,
মহিষ বলে কি হয়েছে
এত চিল্লাচিল্লি ক্যা?
মনের দুঃখে গরু বলে
কি আর বলবো ভাই,
কাল সকালে হতে হবে
কুরবানির জন্য জবাই!
কেঁদে কেঁদে ছাগল বলে
আমারও কেশ তাই ,
তুমি কি ভাই পারবে না
বাঁচাতো আমায় !
কথা শুনে মুচকি হাসে
মহিষ মিঞা তখন,
ভাল করে বুঝিয়ে দেয়
জ্ঞানী গুণীর মতন।
শোন হে ভাই, শোন তবে
আসল কথা কই ,
আমরাতো এ দুনিয়ায়
অমর মোটেও নই !
একদিন হলেও যেতে হবে
দুদিন আগে পরে ,
তার চেয়ে ভালো কুরবান
হওয়া মহান আল্লাহর তরে !
ছাগল গরু ভেবে দেখে
কথা পুরো ঠিক ,
সাথে সাথে কান্না থামায়
নিজেদের দেয় ধিক !
উঁচু কন্ঠে বলে ওঠে
ওহে মহিষ ভাই,
আল্লাহর তরে প্রস্তুত মোরা
মনে নাই কোন ডর !