যৌবনের গান
এম এ মাসুদ রানা ------------------------------------সোনামনি, সোনামনি,
আমরা কচিকাচার দল
দেশের মোরা কর্ণধার হবো,
দেশটাকে গড়বো নতুন করে
এটাই করবো মন বল।
ছুটছি মোরা দুরন্ত নেশায়
শিশু থেকে কৈশরে,
কৈশর থেকে যৌবনে,
নীল আকাশ ছুইয়ে দিবে ,
রংধনুর সব রং রাঙ্গিয়ে নিবো,
সততা বিশ্বাসের রশ্মি দিয়ে।
দেশটাকে গড়বো মোরা
যৌবনের গান........ ।
নতূন সূর্য আনবো মোরা,
দূর্নীতিকে রুখে দিবো
তোরা দেখবে বসে সবে।
দুলদুল ঘোড়ায় চড়বো মোরা,
দুরন্ত বেগে ছুটবো মোরা,
দেশ হতে দেশান্তরে।
সোনার বাংলা গড়বো মোরা
যৌবনের গান........ ।।