Sunday, June 16, 2019

শ্রদ্ধেয় বাবা


শ্রদ্ধেয়  বাবা 

 এম এ মাসুদ রানা 


ঘাম ঝড়ানো পরিশ্রম করে
অন্ন তুলে দিতো আমার মুখে,
তিনি আর কেহ নয়
 আমার শ্রদ্ধেয় বাবা।

রোজ ভোর বেলাতে ডেকে দিতো
আযানের সময়।
যায়তো ছুটে ফসলের  মাঠে
আহার বুনেন ক্ষেত খামারে
করতো ফসলের তল্লাশি।

সন্ধ্যা সাঁঝে ফিরতো ঘরে
রৌদ্র মাখা ক্লান্ত দেহ
স্বার্থ বিহীন এমন মানুষ
ধরাতে হবে নাতো কেহ।

বাবার ছবি বুকে আঁকা
বাবা মনের কাবা ঘর।
জগৎ মাঝে কোন নেই তুলনা
বাবা আমার বাবা।