Sunday, August 19, 2018

আনন্দ

______আনন্দ______
এম এ মাসুদ রানা 

আনন্দ থাকে ফুল বাগানে,
আনন্দ থাকে পাখির গানে,
আনন্দ থাকে অরুণ আলোয়,
আনন্দ থাকে শিশুর প্রাণে,
আনন্দ থাকে বাতাসের সাথে,
আনন্দ থাকে সাগর জলে,
আনন্দ থাকে ধুলি কণায়,
আনন্দ থাকে তৃণের দলে,
আনন্দ থাকে আকাশ জুড়ে ,
আনন্দ থাকে তারায় তারায়,
আনন্দ থাকে সকল সূর্যে,
আনন্দ থাকে রক্তধারায়,
আনন্দ থাকে মধু বনেহ,
তোমার সব আনন্দ জীবনে আসুক  
পড়ুক ঝরে আনন্দ আলোর মত
থাকুক তোমার জীবন ভরি।