Sunday, August 9, 2020

করোনাকালে

_____   করোনাকালে   _____
____ এম এ মাসুদ রানা ____

অন্তরঙ্গ দূরত্ব
পুরোনো নিয়মে তারা ঘুরপথে ফিরে আসতে চায়—
জানালার ধুলোট কাচে ছোপ ছোপ ছায়া বোনে,
সাড়া তোলে ব্যালকনিতেও।

কী দুঃসাহসে!
খকখক কাশি, বুড়োদের হাসির মতো ঠকঠক বাজে।
নতুন যারা, তারা চোখ মেলতে চায়
বন্ধ চোখের তারায় কড়কড়ে বালি 
তবু কী আহ্লাদে পিটপিট তাকায়!

জানালা-কপাট বন্ধ, রুদ্ধ ব্যালকনি
কারও আসার নেই, যাওয়ার নেই
বাতাস না, ধূলিকণা না, নিশ্বাসও না
পুরোনোরা কালো দাঁত ঝিকিয়ে হাসে;

কত দূরে যাবে
কতটা দূরে গেলে দূরত্বকে নিরাপদ বলবে তুমি!
কতটা দূরত্ব নিরাপত্তা দিলে দূরত্বকে দূরত্ব বলবে তুমি!
অন্তরঙ্গ দূরত্বে মানুষের মৃত্যুতে হয়।

টোকন ঠাকুর, খিদে ও খাদ্য
কেউ আমেরিকা যাবে, যাক
সামর্থ্য আছে যাওয়ার।
কেউ স্ট্রবেরি খাবে, খাক
সামর্থ্য আছে খাওয়ার।

 তুমি কি খাবে?
কোথায় যাবে? 
কি বা আর তুমি খেতে পারো?
কোথায় আর যেতে পারো?
মরবার আগে পেট পুরে খাও,
খিদে যা আছে তাই খেয়ে যাও।

আমি কি খাব? 
কোথায় যাবো?
এমন দেশ কি আছে? 
যেখানে মানুষ মানুষে ভেদাভেদ নাহি আছে,
রোগীদের প্রতি অনুরাগ সবার থাকে।