Sunday, July 18, 2021

স্মৃতি

 স্মৃতি 

এম এ মাসুদ রানা 


তুমি যদি সুখী হলে 

আমি দূরে সরে রব।

ভেবোনা না মিছে বিরহ 

চিরদিন দূঃখে থাকবো।

হৃদয়ে কতোই না রঙ্গ 

রঙ্গীণ স্বপ্নও দেখে যায়।

তার সব কি সত্যি হয়?

দুই চোখে যদি নামে 

অকারন ব্যথার শ্রাবণ।

ভেবে নেবে সব কিছু 

আমার ভাগ্যের লিখন।

স্মৃতি যদি হয়ে যায় বেদনা,

পিছু ফিরে আর যাব না।