_______বিজয় দিবস______
এম এ মাসুদ রানা
পাক বাহিনীর শাসন শোষণে
অতিষ্ঠ অাজ বাঙ্গালীরা,
জালিম হাটাতে স্বাধীনতা পেতে
বীর সন্তানেরা পাগল পারা।
নয়টি মাস চলে গেল
ত্রিশ লক্ষ জীবন দিল,
দেশটা হানাদার মুক্ত হলো
ষোলই ডিসেম্বর বিজয় এলো।