Tuesday, November 20, 2018

ছন্দ

যে গান লেখেছি
আমি গাইবো বলে
গাইবো গাইবো বলে
থেকে গেছে জীবনের
গতি পথ............!
গাইবো গাইবো বলে
আর গাওয়া হল না
বলবো বলবো বলে
আর বলা হল না।