____ ক্ষমা করে দাও
___ এম এ মাসুদ রানা
সীমাহীন ব্যর্থতার মাঝে
উচ্চ কণ্ঠে আওয়াজ কি সাজে?
কাঁধে এই বোঝা বহন করা ভার
মৃত্যুর পরোয়ানা এসেছে কার
অপরাধ করে কেউ পাবে না পার।
অপরাধী মানবের মান
হচ্ছে এইবার খানখান।
জাতিগত ঋণের বোঝা
আছে সবার কাছে গোছা।
ক্ষমা করো প্রভু মোদের রোজ
সর্বদাই করি এখন তোমায় খোঁজ,
গ্রহণ করিনা বেহিসাবি ভোজ
ঢেকে রেখেছি মোরা নজ।
রহমান রহিমের নামে
ভুলে যাও মোদের অপরাধ।
করোনা করুণ অভিশাপ
করে দাও মোদের ক্ষমা।