Sunday, July 28, 2019

ভালোবাসায় সম্মান

 ভালোবাসায় সম্মান 

  এম এ মাসুদ রানা 


রাত বাড়লে মেরুদণ্ড ঋদ্ধ
হাড়ে বাড়ে এক অজানা শক্তি
প্রেমে-অপ্রেমে, বেলা-অবেলায়,
খেয়ালে-বেখেয়ালে ভালোবাসা পালায়।

বিড়াল ছানার মতো আদর করা,
ময়নার মতো কথা শেখানো।
নয়'তো বাঁকা হাড়গোড়ে এক অনুভূতি
বাসমতি গন্ধ ছড়িয়ে সে পালায়, গাংচিল
তেপান্তরে- হায় হায় জীবনবেদে সজারু
ভালোবাসার আশায় বসে থাকা বটতলায়।

ভালোবাসার তড়খড় লতিয়ে লালনের কালীগঙ্গায়
কবির কবিতায় ভালোবাসার মোহন বাঁশি বাজায়,
প্রেম-ভালোবাসার মরুদ্যানে ভালোবাসার শব্দগুলো
শুকিয়ে খড়খড়ে মড়েমড় শব্দ আসে যায়।

আপেক্ষিক সূত্র মানা যায় না, হৃদয়াঞ্চলের নদীতে পানশি চায়,
ছলছলিয়ে খিলখিলিয়ে ময়ূর সময় পেলে, ভালোবাসারা ডানা মেলে।
তেল ছড়িয়ে, হৃদয় জুড়িয়ে সন্ধ্যার আগেই আঁচলে জড়ায়।
ভালোবাসতে গেলে একটু পাগল হতে হয়, মজনু তো নয়
জীবনভর  ভালোবাসায় থাকে কবিরা, তাদের কল্প রাজ্যে
ভালোবাসার কাব্যমালা গাঁথতে হয়, নইলে কী ৩০ বছর যায়?

আপন না পর

      আপন না পর

       এম এ মাসুদ রানা 


আপন করার স্বাদ জাগে মনে
আপন করার ভাব থাকে
আপন করার আশায় থাকি
আপন করার ভাবনা ভাবি
আপন করার চেষ্টায় থাকি
আপন করার কামনা থাকে
আপন করার ইচ্ছা থাকে
আপন করার উপায় খু্জি।

আপন করে ভাবি সবসময়
আপন করে যাচি সবসময়
আপন করে বাঁচিতে চাই
আপন করে সাজিতে চাই
আপন করে হাঁসিতে চাই
আপন করে কাঁদিতে চাই।

আপন কেউ করে না আমায়
আপন কেউ করে ভাবে না আমায়
আপন কেউ  করে না আমায়
আপন কেউ সাজে না আমার।

আপন ভবনাটা আমার মিথ্যা
আপন ভাবনাটা আমার পাপ
আপন ভাবনাটা আমার অপরাধ
আপন ভাবনাটা হলো আমার অনুতাপ।

গরীব

       

     গরীব

এম এ মাসুদ রানা 


গরীবের বন্ধু হয় না
গরীবের সুখ সয় না
গরীবের কথা থাকে না
গরীবের আশা থাকে না
গরীবের কেউ কাছে থাকে না
গরীবের স্বপ্ন থাকে না
গরীবের অবলম্বন থাকে না
গরীবের যন্ত্রণা কেউ বুঝে না
গরীবের কথার অর্থ থাকে না
গরীবের মূল্যও থাকে না।

গরীবকে কেউ বিশ্বাস করে না
গরীবকে কেউ কাছে ডাকে না
গরীবকে কেউ পছন্দ করে না
গরীবকে কেউ সাহায্য করে না
গরীবকে কেউ পথ দেখায় না
গরীবকে নিয়ে সবাই খেলতে ভালবাসে।

গরীব জানেও জানে না
গরীব মানেও মানে না
গরীব কর্মের ফলও পায় না
গরীব চাওয়া আশা করেও চায় না
গরীব করে না কোন বায়না।
গরীব উচ্চ বাসনা করে না
গরীব ভবিষ্যৎ নিয়ে ভাবে না

গরীব নিম্ন কামনায় থাকে
গরীব সমান্য খাবার নিয়ে ভাবে
গরীব সামান্য খাবার খাবে
গরীব সামান্য ভাবনায় থাকে
গরীব সবসময় শূন্য থাকে।