Tuesday, March 10, 2020

একটি খেলা

_____ একটি খেলা _____

   ___ এম এ মাসুদ রানা ___



তুমি বরং তারই গল্প হয়ে যাও
যাকে তুমি মনের গভীরে নাও।
কখনো কি তাকে ছাড়তে চাও?
তারই কথা ভেবে তো সুখ পাও।

যে তোমাকে বইয়ের পাতায় পাতায়
লিপিবদ্ধ করে রাখতে চায়।
তুমি বলোই তো সে ছাড়া তুমি নাই
কি করি বলো হাই!

আমি না হয় পড়বো সেই গল্প
কোন এক বই মেলায়।
আমায় নিয়ে খেলেছো খেলায়
কোন একটা গোধুলীর বেলায়।

বিফলতা

------------ বিফলতা ------------

         ------ এম এ মাসুদ রানা -------


আজ বহে বুকে যমুনার বান
কথায় কাজে ছিল না কি মান
তাইতো হচ্ছে হৃদয় খানখান
চলে যাবে বুঝি এ-ই প্রাণ।

কথায় কাটে সবাই কথার ভাজ
করে যাই সবে মন দিয়ে কাজ
সেজেছো এখন অনুপম সাজ
বাঁজিতেছে কানে আনন্দের বাজ।

নতুন নতুন লোকের মাঝে
রয়েছো প্রিয়োজনের সাথে
মনোযোগী হয়েছে নতুন কাজে
আমার কথা মনে নাহি আসে।

ব্যথাতুর হৃদয়ে ব্যর্থতা ঘুচাতে
করি এখন চেচামেচি কলরব।
ব্যর্থতা কাঁধে নিয়েছি সবে
একাকীত্ব হয়েছি এখন ভবে।

বন্ধ করো

_________ বন্ধ করো __________

------- এম এ মাসুদ রানা ------


তোমরা জালিম, তোমরা নাস্তিক, 
তোমারা বড়ই স্বার্থপর!
মঞ্চ কাঁপিয়ে শান্তির কথা বলিস 
আবার কথায় কথায় মানুষ মারিস।

জুলুম নির্যাতন এসব দেখে
খুনের নেশা তোদের উঠে ফেঁপে,
বিশ্ব জনতা উঠেছে কেঁপে। 
মানব নিধন করতে গেলে
কাঁপে উঠেনা তোদের মন!

এখানে ওখানে বিশ্বজুড়ে
মা-বোনদের আহাজারি!
এইসব দেখে করছো কেন হাসাহাসি
থামছেনা তোদের  খুনাখুনি।
শান্তির আশায় প্রহর গুণি।

বিশ্ব মঞ্চে বড় বড় শান্তির ভাষণ
তোরা এরার বন্ধকর।
সবকিছু ছেড়ে চীনের দিকে লক্ষ কর
আমার দাবী মানব হত্যা বন্ধ কর।

কোন বিবেক নিয়ে করিস বাস
কথায় কথায় মানুষ মারতে চাস।
তোরাই না জাতীর কাণ্ডারি
বন্ধ করো তোদের সব ভণ্ডামি।

আমি তোমার সাথী

_____ আমি তোমার সাথী____

______ এম এ মাসুদ রানা ______


দিবসের শেষে গোধুলীর সাঁঝে
পুর্ব দিগন্ত থেকে তোমার সুর আসে।
নদীর ধারে দক্ষিনা বাতাস বয়
মাঝে মাঝে কেমন আছিস কয়।

দুঃখ থাকলেও আমার বুকে
জানতে পারবে না কেউ শুকে।
ভালবাসার স্বরে নদীর জল বলে
সুখ করিস খালি কোন ফলে।

তোর মনে আছে কত যে দুঃখ
সে"তো আমি জানি, আমি জানি।
দুঃখের পরে আসবে সুখ
এটাও তো আমি মানি, আমি মানি।

গভীর রাতে পরে আঁখির জল
দূঃখ ভরা নয়ন করে টলমল।
আমি সর্বক্ষণে থাকি তোমার পাশাপাশি
ধরে নিতে পারো আমি তোমার সাথী।