Monday, June 14, 2021

প্রার্থনা

 প্রার্থনা 

এম এ মাসুদ রানা 


পাথর চাপা কষ্ট বুকে,

কষ্টের কথা বলি কাকে??

যার কারনে নিঃস্ব হলাম, 

সেইতো আছে বেশ সুখে।

আমার কথা ভুলেই গেছে

চলছে এখন হেঁসে নেচে। 

বর্তমানে অনেক সুখে আছে 

বলে আমায় ছেড়ে বেঁচে গেছে।

করি না কোন আফসোস 

আমায় ছেড়ে থাকুক জোস।

ডাকবো না পিছু এই আমি 

স্বর্গের সুখে থাকো তুমি।

আসবো না ফিরে নতুন করে 

প্রার্থনা করি প্রতিটি ভোরে।


১২/০৬/২০১৭