Wednesday, April 17, 2019

যুকক

           যুবক 

       এম এ মাসুদ রানা  


যুবক কি হলো তোমার
ভুলেছো খোদার দ্বীন ও ইসলাম,
গভীর রাতের সেজদা ছেড়ে
চলাছো কেন চ্যাটিং ড্যাটিং?

নিত্য নতুন ফ্যাশন করো
করছো কেন বাহাদুরি।
জামায় করছো নানান কাজ!
দাঁড়িতে দিচ্ছ ভীষণ ছাট।

জামার সাথে নেই পকেট,
কেমনে থাকবে,
তসবী, আতর, সুরমা কাছে!

পড়বি নামাজ গভীর রাতে
করবি ও প্রেম প্রভুর সাথে
দোজাহান দেখবি তখন
চাইবে শুধু তোমার নাজাত!