Saturday, September 15, 2018

অজুহাত

 &&&&&&&& অজুহাত &&&&&&&&&

%%%%%% মাসুদ রানা %%%%%%%%

আমায় তরীমণি বলে আর কেউ ডাকবে না।
ভালোবেসে কেউ আর কবিতা লিখবে না।
রংধনুর সাত রং নিয়ে কেউ আসবে না। 
যা-হোক, বলবি দোষ কি ছিল আমরা?  
আমায় ছেড়ে তাহলে, কেন চলে গেল? 
ওহ! তুই তো বলছিস, ওটা তোমার অভিনয়। 
তবে, আমি যেটা জানেছি, 
ওটা তোমার মিথ্যা অজুহাত। 
আমার বিস্বাস, 
তুমি ঠিক একদিন সবকিছু ঠিক করে 
আমার নদীর খেয়ায় ভাসাবি। 
আর বুকে জরিয়ে বলবি,  
আমি পারি নাই ভুলতে তোমাকে।