Sunday, March 24, 2019

শুভ রজনী


****** শুভ রজনী ******
*** এম এ মাসুদ রানা ***

তুমি চলেই যাবে যদি!
তবে এসেছিলে কেন? 
মায়াবতী কপল নিয়ে 
বলে গেলে শুভ রজনী।

এমন করে খেললে কেন লুকোচুরি?
প্রতি ক্ষণেতো চলে তোমার খেলা।
খেলার ভেলায় ভাসালে তুমি 
নিলে না কোন খবর?
শুধু বলে গেলে শুভ রজনী।

রজনীর শুভ ক্ষণে বলি যাচে যাচে
তুমি কেমন আছো লুকোচুরি খেলে,
খেলার ভেলায় ভাসালে আমায় 
ভাসলে না একবারও তুমি।