Wednesday, June 2, 2021

দেশ

 দেশ

এম এ মাসুদ রানা 


দেশটা হয়েছে যেন শ্মশানঘাট

কথা না শুনলেই লাশ,

শকুনরা দেয় হানা সতীত্বে হাতে

চলছে পুরাদমে উল্লাসে


তাদের মানে এখন কি এসেছে 

আইয়ুব আর ইয়াহিয়া?

দল-দালালি বাদ দিয়ে তোমরা

বিবেকের দাও নাড়া।


সৎ মানুষের মুখোশ পরে তোমরা

ফের জেগেছে টিক্কারা

নজর রাখুন আজ এদের প্রতি

ভরসা দেয় ঠিক কারা।

বাংলার কৃষক

 বাংলার কৃষক 

এম এ মাসুদ রানা 


চোখের দৃষ্টি যতদূর যায়

সবুজ সোনালী বাংলার গাঁয়,

প্রকৃতির রূপে নজর কাড়ায়

শীতল বাতাসে হ্নদয় দোলায় 

তাঁরা চলচ্ছে বেলায় অবেলায়! 


সবুজ শ্যামলের ভূমিতে

কৃষক পরে থাকে জমিতে

ক্ষিপ্ত ও অশান্ত রৌদ্রতে,

তিলে তিলে ক্ষয় করে জীবন 

এভাবে করে সময় পার

পরিবারের হাসি ফোটাতে!


গামছা শক্ত করে মাথায় বেঁধে 

ছুটে তাঁরাবকষ্টের সিড়ি বেড়ে 

ঘাম ঝরিয়ে করে দিবস পার!

অতৃপ্ত মনে তৃপ্তি জাগ্রত করে

হরদমে আশা সুপ্ত জীবন গড়ার!

ছোট বেলার কথা

 ছোট বেলার কথা

এম এ মাসুদ রানা 


প্রভাতের হালকা আলো আসে 

যখন জানালা দিয়ে

ছোট বেলায় শুনেছি সে ক্ষণে 

গুনগুন কত গলা যে।


কত যে মধুর লাগত আমায়

শিশুকালে কিছু কথা

নিরবে থাকতাম একা একা

ঈদে নতুনত্বের ব্যথা।


আজো প্রভাতে আলো আসে

এখনো গগনে সূর্য হাসে

আসছেনা কেবল শিশুকালের

সেই মধুময় মিলন সুর,


আজিকে প্রভাতে ভেসে আসে

শুধুই গান বাজনার ধ্বনি

আসেনা শুরু হৃদয়ে মাঝে সেই 

শিশু কালের সময়ের বানী।