Wednesday, September 30, 2020

কর্ম করো

          কর্ম করো
     এম এ মাসুদ রানা 

ধর্ম মেনে কর্ম করো, জীবনটাকে গড়ো
কর্ম ছাড়া ধরণী তলে, হয়নি কেহ বড়ো।
কর্ম করবে নিজের জন্য, রবে প্রতি ডোরে
কর্ম ফল আসলে পরে, গর্বে বুকটা ভরে।

কাজ করলে মজুরি পাবো, এমন নীতি মানো
মজুরি বুঝে কর্ম খোঁজে, সুখ জোড়িয়ে আনো। 
ধর্মের মাঝেও কর্ম আছে, সবারই জানা আছে
কর্ম করে রোজগার করে অনেকে সুখে গেছে। 

কর্ম করে খানা জোগাই, এটা সবাই জানি
অলস হয়ে বাচার কথা, কেহ নাহি মানি। 
সাজাতে থাকি নিজের ভুবন ভিন্ন কর্ম করে
আশা কারো আরো এনাম বরের কাছে ধরে।

লজ্জা ছেড়ে আপন কাজে কর্মজীবী  হও,
কতই জনে তো গেয়ে গেছে কর্মজীবীর গান
তাঁদের কথার মাঝে  কর্মের ছিলো অনেক দাম
রয়েছে ওঁদের কর্মগুনে ভুবন জুড়ে অমরত্বে মান।

বন্ধু

বন্ধু
এম এ মাসুদ রানা

বন্ধু হলো সুখের বাসা
খোদার সেরা দান
বন্ধু হলো আপন স্বজন
সবাই বলে জান।

কঠিন সময়ে পাশে থেকে
জোগায় মনে বল
আমি আছি তোমার সাথে
সামনে এবার চলো।

সত্যিকারের বন্ধু সে হয় 
দুঃখে পাশে থাকে
ভরসা দেয় কিছু হলে 
আমায় সাথে রেখে।

বন্ধু ছাড়া জীবন বৃথা 
বন্ধু গড়ে নাও
মনের মত বন্ধু পেতে
খোদার দয়া চাও।

নামাজ পড়ি

____ নামাজ পড়ি
__ এম এ মাসুদ রানা

নামাজ হলো বেহেস্তের চাবি
মানতে হবে ভাই,
পড়লে নামাজ পাবে নাজাত
নামাজ পড়তে চাই।

যতই থাকুক ব্যস্ত সময় তবও
নামাজ পড়ো ভাই,
নামাজ ছাড়া জান্নাতে যাওয়ার
কোন পথ নাই?

কুরআনে নামাজের কথা লেখা
আছে বিরাশি বার,
নাজাজ ছাড়া দেয় না যেন
কবর ঘরে পার।

আল্লাহর বিধাণ মেনে নামাজ
কায়েম করবো আজ,
নামাজের মাঝে কষবো না দুনিয়াবি 
আছে কোন কাজ।

বাঁচার অধিকার

বাঁচার অধিকার 
এম এ  মাসুদ রানা 

ধর্ষকদের হয় না সাজা
তারা মনান্দে চলে,
এম.পি, মন্ত্রী, নেতা সবাই 
প্রতিরোধের কথা বলে।

চলতো যদি ন্যায়ের শাসন
ধর্ষক পেতো সাজা,
ধর্ষণ করে পার পেত না
মন্ত্রী কিংবা নেতা।

দুঃখ হলেও সত্য এটাই
ন্যায়বিচার মিলে না
তোমার হয়ে কথা বলে
পকেট ভরে দিলে যা।

এইটাই হলো বাস্তবতা
চলছে এমন ভাবে
যাদের আছে টাকার গরম
মানুষ তারাই তবে!

এমনি করে চলবে কত্তো 
এমন নির্মম অবিচার, 
স্বাধীন বাংলায় নাই কি মোদের
বেঁচে থাকার অধিকার।