Friday, July 16, 2021

দূঃখের ডাক

দূঃখের ডাক
এম এ মাসুদ রানা


সুখ বেশি ভাগে লুটিয়ে পরে
দুঃখের অদূরে!
দূঃখ বেদনা ডাকে মধুর সুরে
করুনার সুদূরে।

দুঃখ হরদমে জড়িয়ে থাকে
জনম জনমের তরে!
তার মনে খায়েস পূরণের
থাকে জনম ভরে।

স্বপ্ন দূঃখের কাছে ভেঙ্গে যায়
নিরাশার ভীড়ে!
সুখের নীড় বাঁধতে পরেনা তাই
ভেঙ্গে যাওয়ার তরে।

মানুষ বদলে যায় দিনেরাতে
চমৎকার করে
কাছে বসতে চাই না কেও
নিজ সুখের তরে।

রচনাকালঃ ১৬/০৭/২০১৯