_________ স্বপ্নচারিতা ________
এম এ মাসুদ রানা
মাঝ রাতে তোমার ঘুম ভাঙ্গবে যখন
কাঁদবে তুমি নিরবে তখন,
হাত নেড়ে খুজবে আমায়
পাবে না খুজে দৃষ্টির আওতায়।
আমি হারিয়ে যাবো এক অজানায়
তোমার কাছে আর আসবো না ফিরে,
দুরে থেকে চাইবো তোমার সুখ
ভালো আর বাসবো না তোমায়।
লাভ কি আসে যায় ভালোবেসে!
সব কিছু বল আমায় খুলে,
তোমার কাছে ছিলাম যখন
কোন কিছুই বলনি তখন।
এম এ মাসুদ রানা
মাঝ রাতে তোমার ঘুম ভাঙ্গবে যখন
কাঁদবে তুমি নিরবে তখন,
হাত নেড়ে খুজবে আমায়
পাবে না খুজে দৃষ্টির আওতায়।
আমি হারিয়ে যাবো এক অজানায়
তোমার কাছে আর আসবো না ফিরে,
দুরে থেকে চাইবো তোমার সুখ
ভালো আর বাসবো না তোমায়।
লাভ কি আসে যায় ভালোবেসে!
সব কিছু বল আমায় খুলে,
তোমার কাছে ছিলাম যখন
কোন কিছুই বলনি তখন।