Sunday, September 8, 2019

বিনোদন

  ________ বিনোদন  ________

___ এম এ মাসুদ রানা ____


নেচে-গেয়ে চল তুমি

আগুনে কর পূজা!

মাঝেমাঝে কর নত শির

আবার রাখোও রোজা!


নাচ-গান চললে হয়

শয়তান বেজায় খুশি!

মুমিনর গায় না গান 

বজায় রাখে তাদের মান।

এপথে হয়ও না বেহুঁশ

পাপ পুণ্যে থাকে যেন হুশ।


নাচ-গান শোনে করো

ঈমানের  বিনাশ!

মুসলিম হয়েও তমি

মালউনদের হয়েছো দাস!


হক্ব কথা বলতে মনে আসে ভয়

সময়ে সময়ে থাকে  সংশয়!

হক কথা প্রচারে থাকে যত ভয়।

বিবেক আর তো বিবেক নয়

দিনে দিনে হচ্ছে বিবেকের ক্ষয়

করবে নাকি তোরা ইমানের জয়।