Thursday, October 28, 2021

নিঃসঙ্গ

 নিঃসঙ্গ 

এম এ মাসুদ রানা 


আমার সময় কাটে না

স্বেচ্ছা নির্বাসনে

কস্টের যাতাকলে পিষ্ঠ

নিঃসঙ্গ আসনে।


থেমে থেমে মন কাঁদে

বিরক্তির সময়

বিধাতা এ কেমন ব্যাধি

বলে আয় আয়।


লাশের পর লাশে সারি

নয়নে আসে জল

আমি কর্ম করে পায়নি 

কর্মের কোন ফল।


বোবা ব্যাথা গুমড়ে ওঠে

বিদায় প্রিয়জন

অনেকে অনেক কথা বলে

আর স্বজন।

তুমি সুখী হও

 তুমি সুখী হও

এম এ মাসুদ রানা 


আমার হৃদয় মাঝে তুমি আছো

তোমার উদাসীনি মন, 

তাই তোমার সাথে দন্দ থাকে

জীবনের প্রতিটি ক্ষণ।


কোন রকম দোষ না করেও তবু

আমি হলাম অপরাধী 

বাস্তবতার সাথে জীবন মিলিয়ে 

আমি শুধু নিরবে কাঁদি।


মহাসুখে থাকো না ওগো প্রিয়া

নতুনদের নিয়ে সাথে 

বলবো না কখনো তুমি দুঃখী হও

আঁধার না আসে যাতে।


তোমার কাছে চাইনা কোন কিছু 

চাওয়ার আছে কি বাকি?

উজাড় করে দিয়েছি তোমাকে সবে

দুঃখকে লুকিয়ে রাখি।


বলেছো তুমি আমায়, আমি চলে গেলে 

তুমি সুখী হবে, 

তোমারি সুখ চিরোদিন তোমার কাছে

সাথী হয়ে রবে।

আযত্ত

 আয়ত্ত 

এম এ মাসুদ রানা 


কিছু কথা বলবো বলবো করে 

কখনো বলা হয়নি, 

কিছু কাজ করবো করবো করে 

কখনো করা হয়নি।


অপেক্ষায় থাকতে থাকতে আর 

অপেক্ষা করি নাই 

আশায় থাকতে থাকতে আর

আশা করি নাই। 


থাকবে না থাকবে না বলতে আর

আসায় হয় নাই

সময় নাই সময় নাই বলতে বলতে 

সময় হয় নাই। 


ঈপ্সিত করে করে একা থাকার 

অভ্যাস হয়ে গেছে

মনের আনন্দে এখনো অবিরাম 

চলি নেচে নেছে।

মনের দর্পণ

 মনের দর্পণ

এম এ মাসুদ রানা 


তোমাকে নিয়ে ভাবনা ভাবায় 

আমার হয় বৃথা

সবসময় কথা হয় তোমার সাথে 

বাঁকা ও তিতা।


বলতে চেয়েছিলাম মনের কিছু 

লুকিয়ে রাখা কথা

ব্যস্ততার কারণ দেখিয়ে বললে

তুমি যথাতথা। 


তোমাকে হলো না বলা মনে 

কোন কথা বলা

সিদ্ধান্ত হলো আমার একমাত্র 

আপন পথে চলা।


আমি করি নাই তোমাকে কখনো

কোন দোষারোপ  

জীবনের হিসাব নিয়ে বসে আছি

রয়েছি চুপ।


তোমাকে করিনি কখনো কোন 

দোষে দোষ অর্পণ  

মনে লুকানো কথা বলার জন্য 

ঠিক করলাম দর্পণ।

সংশয়

 সংশয় 

এম এ মাসুদ রানা 


আমার শব্দমালা তুচ্ছ

          বাক্য গুলো তাই ক্ষুদ্র

          কল্পনা গুলো প্রকট

          স্বপ্ন সে তো নিদ্রাচ্ছন্ন।

আমার আশাগুলো তিক্ত

          জীবনটা হলো নিরবচ্ছিন্ন 

          তাই চলন হলো ছিন্নভিন্ন 

           সবে মিলে এলোমেলো। 

আমার ভবিষ্যৎ অনিশ্চিত 

            সুখ আসে কদাচিৎ

            থাকে না হার জিত

             ধরে না কেহ গীত 

আমার নেই হারাবার ভায় 

            করতে হয় না কিছু জয়

            কেউ করবে না পরাজয় 

            তবুও মনে থাকে সংশয়

অবুঝ মন

 অবুঝ মন 

এম এ মাসুদ রানা 


তুমি পাসে নেই, আমি বড় অসহায় 

স্বপ্ন গুলো ভেঙে গেলে নিঃস্ব হবো তাই। 

হরদমে কাছে পাবার দেখায় না প্রয়াস 

তাই তো তোমাকে বলি বারবার কি চাস?

হৃদয়ে কাছে না থাকার এলোকেশী ঝড়

তোমার তিক্ততায় আসে হারানোর ডর।

চলন বলনে এসেছে ব্যপক পরিবর্তন 

আমাকে করতে চাও কি তুমি কর্তন?

নিরবচ্ছিন্ন চলার পথ করো না চ্ছিন্ন 

তুমি এতো দিনের স্মৃতি করো না বিছিন্ন। 

তুমি ছিন্ন করে হতে পারবে কি ধন্য?

কথার ভাষায় আসে অনেক কথা অন্য।

তুমি ভেঙে দিওনা, আমার সরল মন

আমার অবুঝ মনটাকে বুঝবে ক"জন।