Wednesday, March 17, 2021

স্বার্থ লোভী

স্বার্থ লোভী
এম এ মাসুদ রানা

তুমি বড়ই স্বার্থপর
নিজ স্বার্থের জন্য করো ধরফর
স্বার্থের তরে করো হরদমে গরগর
উদ্দেশ্য হাসিলের পর কারো তরতর।

যাকে নিয়ে বড় বড় কথা বলো
যার দোয়ারে মনের কথা খুলো
যার মনের গভীরে তুমি ঝুলো
সর্বদাই যাকে মনের অতলে রাখো।

সে কার হাতে গড়া এটা তাকে বলো।
সে তো আমাকে স্বার্থের তরে খুঁজে না
শুধুই তার তরে আমার কাছে আসে না
সেতো তোমাকে তার মতো ভাবে না।

সেতো তোমার মতো নহে
সেতো তোমার কিছু কিছু কথা কহে
আমার কথাও তার কাছে তো রহে
সে তোমার অনেক কথা তো সহে।

অন্যের কাছে পাওনা আমার মতো কিছু 
বিবেচনা করে তুমি আবার ধরো আমার পিছু। 
কথায় কথায় মাথা করো আবার নিচু 
অযাচিত হয়ে এসে বলো কত্তো কিছু।

আসলেই তোমাকে নিয়ে ভাবনায় বিভোর 
কত্তো জনের তরে খুলে রাখো মনের দোর। 
যদি কখনো কাওকে তুমি মন থেকে মানো 
তাকে মনের গভীরের অতলে আনো।

বর্তমান বক্ত

বর্তমাব বক্তা
এম এ মাসুদ রানা

ফতোয়াবাজী ফতোয়া দেয়
তারাই দ্বীনি ঐক্য
কথায় কাজে উসকানি যোগায়
মুনাফেকির লক্ষ।

স্বার্থবাদী বক্তাগুলো স্বার্থ জন্য
দেয় অনেক বক্তব্য
প্রতিযোগিতায় টিকে থাকতে
লিখে অনেক কাব্য।

অর্থ-কড়ি উপার্জন করা ওদের
এটাই হলো মূল লক্ষ
জিহাদ করো, জিহাদ করো বলে
কথায় করে জব্দ।

তাদের কথা মানতে নাকি
আমরা সবাই বাধ্য
নিজের কথা নিজেই মেনে 
চলার নেই সাধ্য।

ওয়াজ মাহফিল হলো তাদের 
টাকা আয়ের উৎস 
অজুহাতে বলে তারা এতো না
হলে পারো না বৎস।