Wednesday, May 19, 2021

প্রথিক

 পথিক

এম এ মাসুদ রানা 


করলে ঘৃণা ভালোবাসা 

আমি খুঁজে পায়

আমি হলাম এক মুসাফির

দীর্ঘ ঘুরে আয়।


আমারবসাদাসিধা জিন্দেগী

একজন পাপী বান্দা

ভুল হলে ক্ষমা করো আমায়

প্রতিশোধের নেই ধান্দা। 


বুঝি না তেমন কো প্যাঁচপুচ

সরাসরি বলে যাই

হতভাগা এই আমি ধরনীতলে

এটার জবাব নাই। 


যোগ-বিয়োগের রাত-দিন 

চলে যায় অহর্নিশ 

হঠাৎ এ'লান বাজে উঠে ভোরে

দোয়েল দেয় শীর্ষ।

সাম্যের মান

 সম্যের মান 

এম এ মাসুদ রানা 


আমার কলম সত্যের বানী

লিখে থাকে অবিরাম

আমার কলম বিদ্রোহের ঝড়

তোলে থাকে অবিরত। 


আমি না'কি মানুষ ভালো না

চালাই বিদ্রোহ আজ

আমার জন্য প্রয়োজন আছে 

ভিন্ন কোন সমাজ। 


আমার কলম হোক না অধম 

শান্তিতে থাকুক দেশ

আমার কলম ঘুমন্ত নয় সবে

বিদ্রোহ লিখুক বেশ।


অনেকেই তো এসেছিলো এই 

সুন্দর সজ্জিত ভবে 

তাঁরাও তো বিদ্রোহ করেছিল 

আরাম হীন তবে।


তাঁরাও গেয়েছিল বিদ্রোহী গান 

এনেছিল সাম্যের মান

দ্বিধা ছাড়ায় তাঁরা উৎসর্গ করে

গেছে তাঁদের প্রাণ। 


তাই তো আমিও ঝড়াতে চাই 

কলম দিয়ে দ্রোহ বান 

দ্রোহ দিয়ে ফিরিয়ে আনতে চাই 

সমাজে সম্যের মান।

ঘুনে ধরা সমাজ

 ঘুনে ধরা সমাজ 

এম এ মাসুদ রানা 


ঘুনে ধরা এই সমাজ

যাচ্ছে আর হচ্ছে কি যে আজ।

বন্দ হয়ে গেছে বিবেকের দরজা

কানুন আছে সমাজে আবছা। 

লাল সবুজের পবিত্র এই মাটি

গুলির তরে হয়েছে লাশের ঘাঁটি। 

থেমে গেছে প্রতিবাদী সব কণ্ঠ 

পঁচে গিয়েছে রাষ্ট্র চালিত যন্ত্র। 

সত্যের দাম, মুখের লাগাম নেই 

অন্যায় অবিচারে ভরেছে সব হাই।

মিথ্যার ফুলঝুরি ছুটাছুটি হরদমে

বিচার পায় না কেউ জনে জনে।

ক্ষমতাকে পুঁজি করে, পেট পুরে

সৎ জ্ঞানী জনেরা আছে দূরে দূরে।

কাঁদিস না মা

 কাঁদিস না মা

এম এ মাসুদ রানা 


কাঁদিস না মা ছেলের শোকে

বেদনার মাঝে সুখ 

জান্নাতে তুমি বউমা পাবি যে,

সুন্দরী লাল টুকটুক।


আঁধার আকাশে মেঘ উড়েছে

বিজয়ের ঘনঘটা 

তোমার ছেলে কিনছে বেহেশত্

লাগেনি অর্থ মোটা।


তোমার হাজার ছেলে শহীদ হলো

লক্ষ গাজী আছি

এমন করেই আমার দ্বীনের তরে 

জীবন রেখেছি বাজি।

প্রিয়ার শেষ চিঠি

 প্রিয়ার শেষ চিঠি 

এম এ মাসুদ রানা 


আমার বিদায় বেলায় খোদা

কালিমাটা পড়িয়ে নিও

ব্যথাতুরের শরীরেব কাফনের

সাদা কাপড় জড়িয়ে দিও।


তুমি জানাযাতে শরিক হয়ে 

চিরবিদায় দিয়ে যেও

অন্তিমকালে চেহারাটা দুনয়ন

ভরে দেখে নিও।


আমার কথায় কেও ব্যথা 

পেলে মাফ চেয়ে নিও

দু'হাত দিয়ে আমার কবরে

তিন মুঠো মাটি দিও।

তুমি আর আমি

 তুমি আর আমি

এম এ মাসুদ রানা 


দিলাম সালাম, নিলাম সালাম

ফেরদাউসের দাওয়ায়,

তুমি আর আমি ছড়াবো সুবাস

সুরভী ভেজা হাওয়ায়।


মন মহলের আলোর ছোঁয়ায় 

জলসায় আসো যদি,

আমি খুঁজে দেবো তোমায় 

মধুর মিলনের নদী।


মুক্ত আকাশে, মুক্ত মনের

যদি হতে চাও পাখি,

কতই রকমের বৃক্ষে তোমায়

করবে কতই ডাকাডাকি।