পথিক
এম এ মাসুদ রানা
করলে ঘৃণা ভালোবাসা
আমি খুঁজে পায়
আমি হলাম এক মুসাফির
দীর্ঘ ঘুরে আয়।
আমারবসাদাসিধা জিন্দেগী
একজন পাপী বান্দা
ভুল হলে ক্ষমা করো আমায়
প্রতিশোধের নেই ধান্দা।
বুঝি না তেমন কো প্যাঁচপুচ
সরাসরি বলে যাই
হতভাগা এই আমি ধরনীতলে
এটার জবাব নাই।
যোগ-বিয়োগের রাত-দিন
চলে যায় অহর্নিশ
হঠাৎ এ'লান বাজে উঠে ভোরে
দোয়েল দেয় শীর্ষ।