Sunday, June 14, 2020

তুমি ফিরে আসো

_____ তুমি ফিরে আসো
_____ এম এ  মাসুদ রানা 

আমি আজো খুঁজিতেছি তোমাকে,
তুমি ছিলে যেখানে।
আমি আজো থাকি সেখানে,
তুমি ছিলে যেখানে।

অন্যের হয়ে গেয়েছো ভাবিনি কখনো
আছে তো সবকিছুই সাজানো।
এমন কেন করলে করে তুমি গোপনে? 
অকারণে এসেছিলে স্বপ্নে।

আমি আজোও ঘুরি ফিরি, 
খুঁজে জীবনের মানে।
জীবন যে অর্থের কাছে বন্দি, 
সবাই কি তা জানে?
স্বপ্নের স্বপ্নে এসেছিলে একটা ফানে,
অযথাই খুঁজতে হচ্ছে এখন তার মানে।

অকারণে এসেছিলে স্বপ্নে স্বপ্নের সনে
হাত ধরে আছে তো তোমার অন্য জনে।
নতুন ভূবণ সাঁজাবে বলে কথা হয় দু'জনে 
আমার কথা আসেনি তাই তোমার মনে।

আমি আজো বসে আছি নিরিবিলি উচ্ছাস 
প্রহরে প্রহর গুণি তোমাকে পাবার স্বাদ
যদিও জানি হবে না এতে কোন লাভ 
তবুও থাকে না'তো আমার কোন লাজ।

তোমাকে ভালোবেসে পথেঘাটে হলো বাসা
অর্থের বিনিময়ে এখন ভালবাসা চাস।
অর্থ ছাড়া ব্যর্থ জীবনে হয়েছি নিরাশ
এখনো বলি আশাত্তুর জীবনে ফিরে আসো।

শব্দ

          শব্দ 
 এম এ মাসুদ রানা

শব্দ দিয়ে বাক্য হয়
কথায় কথায় নয়,
শব্দ কথায় হয় তো মালা
শব্দ দিয়ে হয় খেলা
খেলার ছলে নেমেছে দিবস বেলা
দিবস শেষে সন্ধ্যা মেলা।

শব্দ তোমায় প্রশ্ন করি
তুমি থাকো কোথায়?
তোমার খবর কি রাখ? 
কেমন করে আসলে তুমি?
মানবের এই দুনিয়ায়
দেখে বলে তো কেউ হায় হায়।

তোমায় দিয়ে কত কবি
লিখেছে কত কবিতা আর গান। 
লিখেছে কতই আরও ছন্দ 
তোমায় নিয়ে চলছে হয়নি তো বন্দ।