Showing posts with label অভিমানী কন্যা. Show all posts
Showing posts with label অভিমানী কন্যা. Show all posts

Wednesday, November 6, 2019

অভিমানী কন্যা

      অভিমানী কন্যা 

         এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````
অভিমানী কন্যা ফিরে এসো
হাত বাড়িয়ে দিই রজনী গন্ধার ঘ্রানে,
বাড়িয়ে দিই লাভ লেইনের সন্ধ্যা
টাঙ্গন নদী, সিরাজউদৌলা রোড়
আর কাঠালডাঙ্গী হাটের দুপুর।

এতো অভিমান করতে হয় না পাগলী
এসো মাশানগাঁও সীমান্ত বোর্ডারে
ঝালমুড়ি আরা বারোভাজা খাই।
জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে কিনে দিই
বকুল ফুলের মালা।

এইসব কিছুই নেবে না তুমি?
তবে চলো লাইব্রেরিতে-এ যাই।
কিনে দিই জুলফিকার আলি বই
কেটে যাবে তোমার অভিমানের ক্ষণ।