Thursday, March 28, 2019

অপূর্ণ ইচ্ছা

________ অপূর্ণ ইচ্ছা ________
_____ এম এ মাসুদ রানা ______

বুক ভরা আশা নিয়ে
এসেছিলাম তোমার কাছে,
তোমাকে ভালোবাসবো বলে
তুমি আমাকে ভালোবাসবে বলে।

বুক ভরা ভালোবাসা ছিল
সাগর সম গভীর বিশ্বাসও ছিল
পূর্ণিমা জ্যোস্না রাতের মত
নিশি জাগা সেই সুখ তারা
আগে যেমন ছিলো
আজও ঠিক তেমন আছো
যেমনটি ছিলো সে দিনে।

শুধু সময়ে বদলে গেছে
তোমার মনের টান।
অনুভূতিও হারিয়ে গেছে
কমল মনে দিলে যে,
সবুজ বুকে ক্ষত চিহ্ন
পোড়া মনের ভাজে ভাজে
কি যে,বিষাদের গন্ধ?
ইচ্ছেটা রইলো অপূর্ন!