Monday, February 28, 2022

লুকিয়ে রাখা বেদনা

----------  লুকিয়ে রাখা বেদনা 
              এম এ মাসুদ রানা 

লুকিয়ে রাখা বেদনার শেষ চিঠির লাইনে, 
লুকিয়ে রাখা আঁধারের বুকে সবুজ স্বপ্নগুলো,
লুকিয়ে রাখা কপালে তোমার কালো টিপ,
লুকিয়ে রাখা, চোখের কালো দিনগুলো, 
লুকিয়ে রাখা তোমার দেখা ইচ্ছেগুলো,
লুকিয়ে রাখা কথাগুলো নাইবা হলো বলা,
লুকিয়ে রাখা তোমার চাওয়া হলো না পাওয়া
লুকিয়ে রাখা জোছনার রাতগুলো এলোমেলো 
লুকিয়ে রাখা হলো না আর লুকিয়ে রাখা,
লুকিয়ে রাখা ভয়াবহ কঠিন সময় হয়নি সহজ,
লুকিয়ে রাখা অনুভূতিগুলো হয়েছে মৃত দেহ।