Friday, September 21, 2018

আত্মসমালোচনা

------ আত্মসমালোচনা
----এম এ মাসুদ রানা

আত্মসমালোচনা হলো এক বড় গুণ,
সুখ এক নিঝুম ছদ্মবেশী,
কেউ কারো দেখতে পারে না,
আবার সবাই খুজে বেসামাল ।

না জানি কত্তো হিংসা বিদ্বেষ
করি না পাপ পূণ্যের হিসাব,
কেবল মাত্র একটাই  খুজি
সুখ শান্তি এই ভূ-জগতে।

খুজি না কাউকে আপন কে পর
পারি না হতে কারো আপন স্বজন,
কেন পারি না হতে কারো প্রিয়জন
খুজি না এটার কোন কারন।

সবে নিয়ে ভাবনা আসে বেলা অবেলা
কেবল মাত্র একটাই ভাবনা ভাবি না কোন বেলা,
অবসরে নিজেকে নিয়ে গভীর আত্মসমালোচনা।