Monday, May 20, 2019

অব্যক্ত কথা

   

________ অব্যক্ত কথা ___________
******* এম এ মাসুদ রানা *******

তুমি ছিলো আমার প্রথম ভাল লাগা
ভাল লাগাতে হয়েছিল ভালবাসা,
ভালবাসা নিয়ে ফুটল ভালবাসার ফুল
ভালবাসার  ফুলে হয়েছিলও মালা
পরবো পরবো বলে হল না পরা।

আজও ভালবাসি বড় বেশি তোমায়
তোমার কথা মনে পরে বারে বারে,
প্রানটা হয় ব্যাকুল। 
ভূলি নাই আমি , তুমিও রেখেছে মনে
 হৃদয়ের গভীর অতলে।

আজ বহু দিন পড়ে মনে পরে যায়
আছড়ে পড়ে হৃদয়ে স্মৃতির ঢেউ, 
যেমনি আছি আমি ,তুমিও ঠিক তাই,
কিছুটা ভাজ বদনে। 
মনের সজীবতা ,চাওয়ার গভীরতা
একটুও পরিবর্তন হয়নি এখনো।