____________ মন ____________
_____ এম এ মাসুদ রানা ______
কেন আবার ফিরে ফিরে চাও
আমার মনের সীমানা ছুয়ে যায়
এই মনে প্রানে প্রবল ঝড় তুলে
মিষ্টি মধুর সূরে গীত গাও!
কেন তুমি ডাকো আমায় বারে বার
আমার মনের আকাশ ছুয়ে দাও
নিশাচরের ডানায় ডানায়,
রঙধনুর সাত রঙ ছড়িয়ে যাও!
কেন তুমি মনে প্লাবন নাও
স্বপ্নভরা মনে ছুয়ে যায় বারে বার
প্লাবনে ভাবনা ভাবি সারাক্ষণ
তুমি কেন এমন ঢেউ তোলে যাও!
_____ এম এ মাসুদ রানা ______
কেন আবার ফিরে ফিরে চাও
আমার মনের সীমানা ছুয়ে যায়
এই মনে প্রানে প্রবল ঝড় তুলে
মিষ্টি মধুর সূরে গীত গাও!
কেন তুমি ডাকো আমায় বারে বার
আমার মনের আকাশ ছুয়ে দাও
নিশাচরের ডানায় ডানায়,
রঙধনুর সাত রঙ ছড়িয়ে যাও!
কেন তুমি মনে প্লাবন নাও
স্বপ্নভরা মনে ছুয়ে যায় বারে বার
প্লাবনে ভাবনা ভাবি সারাক্ষণ
তুমি কেন এমন ঢেউ তোলে যাও!