Saturday, February 16, 2019

মন

____________ মন ____________
_____  এম এ মাসুদ রানা ______

কেন আবার ফিরে ফিরে চাও
 আমার মনের সীমানা ছুয়ে যায়
 এই মনে প্রানে প্রবল ঝড় তুলে
 মিষ্টি মধুর সূরে গীত গাও!

কেন তুমি ডাকো আমায় বারে বার
 আমার মনের আকাশ ছুয়ে দাও
নিশাচরের ডানায় ডানায়,
 রঙধনুর সাত রঙ ছড়িয়ে যাও!

কেন তুমি মনে প্লাবন নাও
স্বপ্নভরা মনে ছুয়ে যায় বারে বার
প্লাবনে ভাবনা ভাবি সারাক্ষণ
 তুমি কেন এমন ঢেউ তোলে যাও!

ইমান

ঈমান
মো: মাসুদ রানা

আল্লাহ মোদের প্রভু  ভাইরে
আল্লাহ মোদের প্রভু,
সেই  নামেরই জিকির মোরা
ভূলবো নাকো কভু।
টাকা পয়সার লেখে মোরা
ঈমান নাকো ছাড়বো,
আল্লাহ উপর ঈমান যখন
আনছি আরো আনবো।