Wednesday, November 6, 2019

অভিমানী কন্যা

      অভিমানী কন্যা 

         এম এ মাসুদ রানা 

````````````````````````````````````````````
অভিমানী কন্যা ফিরে এসো
হাত বাড়িয়ে দিই রজনী গন্ধার ঘ্রানে,
বাড়িয়ে দিই লাভ লেইনের সন্ধ্যা
টাঙ্গন নদী, সিরাজউদৌলা রোড়
আর কাঠালডাঙ্গী হাটের দুপুর।

এতো অভিমান করতে হয় না পাগলী
এসো মাশানগাঁও সীমান্ত বোর্ডারে
ঝালমুড়ি আরা বারোভাজা খাই।
জমিদার বাড়ি ঘুরতে ঘুরতে কিনে দিই
বকুল ফুলের মালা।

এইসব কিছুই নেবে না তুমি?
তবে চলো লাইব্রেরিতে-এ যাই।
কিনে দিই জুলফিকার আলি বই
কেটে যাবে তোমার অভিমানের ক্ষণ।


বিনাশ বাঁশির সুর

           বিনাশ বাঁশির সুর  

                 এম এ মাসুদ রানা 

""""''''''''''''''''''''''''''''''''''''''''''''''''"""""''''''''''''''''''''''''''''''''""""""""""''"""""""""""""
আমি শীতের প্রারম্ভিক লগ্নে,
শীতে শিরশির কুঁকড়ে উঠে স্বপ্ন দেখছি,
তুমি শীতের রাতে কমল ও পশমি বস্ত্রে
ঘুমের ঘরে গড়াগড়ি খেতে খেতে স্বপ্ন দেখছো।

আমি জেল গারদের ভিতরে শুয়ে শুয়ে
বদনে অন্তঃসলিল নদীর সমূহ যন্ত্রণা নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে তোমার শরীরে প্রবাহিত হই
মিষ্টি লোভে শীতের পিপীলিকার মত করি ভীড়।

তুমি নিশ্চিত শয্যায় অলস পরশ নিয়ে
ঘুমের ঘরে স্বপ্নে ফুলের দেশে, পরীর সখি।
কোন অচেনা রাজপুত্তুরের ঘোড়ায় চড়ে
পরম প্রেম মাখা মমতায় হাত বুলিয়ে দিচ্ছ।
সেই  ঘোড়ার চলার ধ্বনি শুনে
জেলের চার দোয়ালের ভিতর গুমড়ে ওঠি
ক্রমশ ঘনিয়ে আসা স্বপ্ন বিনাশ বাঁশির সুর।